Pankaj AdbaniOthers Sports 

জাতীয় স্নুকারে ৩৪ বার চ্যাম্পিয়ন আডবাণী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এই নিয়ে ৩৪ বার চ্যাম্পিয়ন আডবাণী। জাতীয় স্নুকারে আবার চ্যাম্পিয়নের শিরোপা পঙ্কজের। ফাইনালে তিনি ৭-৩ ফলাফলে হারালেন মহারাষ্ট্রের ইশপ্রীত সিংহকে। ১-৩ ফলাফলে পিছিয়ে থাকলেও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এলেন আডবাণী। এই জয়ের পরে আডবাণী জানিয়েছেন, ৩৪ বছর বয়সে ৩৪ বারের জন্য জাতীয় চ্যাম্পিয়ন হওয়া আমার কাছে খুবই আনন্দের। তাছাড়া এই ধরনের ছোট ফর্ম্যাটের স্নুকারে জয় আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। সেখানেও আমি নিজেকে প্রমাণ করেছি।

Related posts

Leave a Comment