Kaikaiya GagaOthers World 

এবার পতঙ্গের নামকরণ হল লেডি গাগার নামে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বে অগুনতি মানুষ লেডি গাগার গানের ভক্ত। তাঁর বাহারি পোশাকের আড়ালে গানের প্রতিভা ঢাকা পড়ে যায়। আবার নিন্দুকরা হাসিঠাট্টা করেন লেডি গাগাকে নিয়ে। তবে এসব “খ্যাতির বিড়ম্বনা”। আরও এক ধরনের খ্যাতির ভার বহন করতে হচ্ছে লেডি গাগাকে। এবার এক পতঙ্গের নামকরণ করা হল লেডি গাগার নামে। কারণ হিসেবে বলা হয়েছে, পতঙ্গটির সঙ্গে লেডি গাগার রংবেরঙের পোশাকের নকশার বিশেষ মিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। পতঙ্গটির নাম দেওয়া হয়েছে “কাইকাইয়া গাগা”। বৈশিষ্ট্যগতভাবে এই পতঙ্গটি গেছো ফড়িং গোত্রের। নিকারাগুয়ার প্রশান্ত মহাসাগর লাগোয়া উপকূল থেকে তিন দশক আগে পতঙ্গটি দেখতে পাওয়া যায়। প্রসঙ্গত, পিএইচডি-র কাজের জন্য ওই গোত্রের ১০০০টি পতঙ্গকে পিটসবার্গের “কার্নেগি মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টরি” থেকে ধার করেছিলেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রেন্ডন মরিস। এরপর স্টিরিওস্কোপের তলায় ফেলে একটি স্ত্রী পতঙ্গের গঠন তথা আকার-আকৃতি জানার চেষ্টা করছিলেন ব্রেন্ডন। এরপরই কিছু বৈশিষ্ট্য নজরে আসে তাঁর। বিষয়টির বিস্তারিত রিপোর্ট “জুট্যাক্সা” জার্নালে প্রকাশিত হয়। এক্ষেত্রে বলা হয়েছে, যদি লেডি গাগার নামে কোনও পতঙ্গের নামকরণ করতে হয়, তাহলে অতি অবশ্যই এই পতঙ্গটিকে বেছে নেওয়া উচিত। কারণ এটির অদ্ভুত শুঁড় রয়েছে। আবার পতঙ্গটির ফ্যাশন সেন্স-ও বিচিত্র। সব মিলিয়ে এদের মতো আগে কারও খোঁজ পাওয়া যায়নি।

Related posts

Leave a Comment