ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রোনাল্ডিনহোর জামিন বাতিল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সম্প্রতি জাল পাসপোর্ট এবং ভুয়ো কাগজপত্র ব্যবহার করার অপরাধে প্যারাগুয়েতে গ্রেফতার হয়েছিলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনাল্ডিনহো। এদিন তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। জানা গিয়েছে, সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রোনাল্ডিনহো এবং তাঁর ভাই রবার্তো অ্যাসিস জাল পাসপোর্ট ও ভুয়ো কাগজপত্র নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করেছিলেন। এই অপরাধে তাঁদের গ্রেফতার করে প্যারাগুয়ে পুলিশ। এদিন তাঁর আইনজীবী সংশ্লিষ্ট আদালতে জামিনের আবেদন করেন। আদালত ওই আবেদন খারিজ করে দেয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর মাসে রোনাল্ডিনহো ব্রাজিলের লেক গুয়াইবাতে বিনা অনুমতিতে একটি চিনির কল তৈরী করেন। সেই অপরাধে ব্রাজিল সরকার তাঁকে ২৩ লাখ ডলার জরিমানা করে এবং তাঁর পাসপোর্ট জব্দ করে। তাই জাল পাসপোর্ট তৈরী করে তিনি ও তাঁর ভাই প্যারাগুয়েতে প্রবেশ করেন। রোনাল্ডিনহো এবং তাঁর ভাইয়ের পার্সপোর্টে নাম সঠিক লেখা থাকলেও নিজেদের প্যারাগুয়ের বাসিন্দা বলে দাবি করেছিলেন।
যদিও প্যারাগুয়ের জেলে সর্বোচ্চ সুবিধা ভোগ করছেন দুবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনাল্ডিনহো ও তাঁর ভাই। সেখানে তাদের সেলে নরম বিছানা, পাখা ও টিভি রাখা হয়েছে।