রাশিয়ার প্রেসিডেন্ট পদ নিশ্চিত করার তোড়জোড় পুতিনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০৩৬ সাল পর্যন্ত নিজের প্রেসিডেন্ট পদ নিশ্চিত করার বন্দোবস্ত করলেন ভ্লাদিমির পুতিন। সংবিধান সংশোধনের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট পদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর প্রস্তাব রুশ পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়েছে। এরপর সাংবিধানিক কোর্টের ছাড়পত্র পেলে প্রস্তাবটি আগামী ২২ এপ্রিল রুশ জনগণের ভোটাভুটির জন্য পেশ করা হবে বলে জানা গিয়েছে। এই প্রস্তাব পাশ হলেই ২০৩৬ সাল পর্যন্ত পুতিনের পদাধিকার নিশ্চিত হবে। রাশিয়ার বর্তমান আইন অনুযায়ী জানা গিয়েছে, ২০২৪ সালে পুতিনের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার কথা। এরপর পুতিন আর প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারবেন না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পূর্বেই বলেছিলেন, নিয়ম মেনেই ২০১৪ সালে সরে দাঁড়াবেন। পরবর্তীতে সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার আগেই পুতিন-ঘনিষ্ঠ সাংসদ ভ্যালেন্তিনা তেরেশকোভার প্রস্তাব থেকে জানা যায়, ক্ষমতা ছাড়তে রাজি নন রুশ প্রেসিডেন্ট। এক্ষেত্রে ভ্যালেন্তিনার প্রস্তাব ছিল- প্রেসিডেন্ট পদের নির্দিষ্ট মেয়াদ অবলুপ্ত করা হোক। পুতিনের ক্ষেত্রে আরও একবার প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ে ছাড়পত্র দেওয়া হোক।