“কল্পতরু” রূপে শ্রীরামকৃষ্ণ
১জানুয়ারি, ১৮৮৬। কাশীপুর উদ্যানবাটীতে শ্রীরামকৃষ্ণ “কল্পতরু” হয়েছিলেন । আজও প্রতি বছর কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে। অনেকে জানেন,কাশীপুর উদ্যানবাটীতেই শ্রীরামকৃষ্ণ স্থুল শরীর ত্যাগ করেছিলেন। বিভিন্ন গ্রন্থে তাঁর উল্লেখ পাওয়া যায়। আমরা জেনেছি, শ্রীরামকৃষ্ণ ঘর থেকে বেরিয়ে হাঁটছেন। ঠাকুর দেখলেন,আম গাছের তলায় বসে রয়েছেন গিরিশরা। শ্রীরামকৃষ্ণকে দেখে গিরিশ হাঁটু গেড়ে প্রণাম করলেন। গিরিশের এই শ্রদ্ধা ও ভক্তি দেখে আপ্লুত হলেন শ্রীরামকৃষ্ণ। এরপর ঠাকুর বললেন,“তোদের আধ্যাত্মিক জাগরণ হোক, এই আশীর্বাদ করি।” গিরিশ লক্ষ্য করলেন, ঠাকুরকে ঘিরে এক দিব্যজ্যোতি বিরাজমান। সেই মুহূর্তে গিরিশ চিৎকার করতে লাগলেন “জয় শ্রীরামকৃষ্ণ”, “জয় শ্রীরামকৃষ্ণ” বলে। শ্রীরামকৃষ্ণের পায়ে…
Read More