বৃষ্টির ঘাটতিতে পদ্ম চাষে ব্যাঘাত
চলতি মরশুমে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই। বীরভূম ও দুই মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় ব্যাপক বৃষ্টির ঘাটতি রয়েছে। এই অবস্থার মধ্যে পদ্মচাষীদের জেরবার পরিস্থিতি। এই চাষ বাঁচাতে মরিয়া কৃষক। পদ্ম ফসল বাঁচাতে নাকাল হতে হচ্ছে কৃষকদের । পুকুর ও পদ্মচাষের জমিতে জল তলানিতে নেমে গিয়েছে। এরফলেপদ্ম চাষিরা সমস্যায় রয়েছেন। দুর্গা পুজোয় পদ্মের যোগান নিয়ে আশঙ্কা বেড়েই চলেছে।
Read More