প্রশিক্ষণের সুযোগ এনে দিল এমসিআই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শিরদাঁড়ার আঘাতের চিকিৎসা করেন অর্থোপেডিক বিশেষজ্ঞরা।আবার হার্টের ব্যামো কিংবা ডায়াবেটিসের চিকিৎসাও করে থাকেন মেডিসিন বিশেষজ্ঞরা। আবার অস্ত্র কিংবা প্রস্টেট গ্ল্যান্ডের অপারেশন বেশি করেন জেনারেল সার্জেনরা। এরা সকলেই ব্রড স্পেশালিস্ট।তবে মেরুদণ্ডের চিকিৎসায় বড় ভূমিকা রয়েছে নিউরোসার্জারির মতো সুপার স্পেশালিটির। পাশাপাশি হার্ট, ডায়াবেটিসের চিকিৎসা আদতে কার্ডিয়োলজিস্ট ও এন্ডোক্রিনোলজিস্টের মতো সুপার স্পেশালিস্টদের বিষয় হয়ে দাঁড়িয়েছে ।অস্ত্র কিংবা ইউরোলোজির মতো সুপার স্পেশালিস্ট বিষয়। আবার ব্রড স্পেশালিস্টদের শাখায় ওই রকম প্রশিক্ষণের সুযোগ নেই। এবার সেই সুযোগই এনে দিয়েছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই )।স্নাতকোত্তর পড়ুয়াদের (পিজিটি)র মতো জুনিয়ার ডাক্তারদের নানা…
Read More