অর্পণ ও পরম্পরা
শাস্ত্রীয় পণ্ডিত ও বিশেষজ্ঞরা বলে থাকেন, মানুষ চেতনাশীল। বিচার বুদ্ধি ও চেতনা দিয়ে সে বিচার করে। মানুষ কথা বলতে পারে। তার অনুভূতিও রয়েছে। এরপর রয়েছে পশুদের চেতনা। এই চেতনার দ্বারাই পশুরা আহার ও বেঁচে থাকার রসদ সংগ্রহ করে থাকে। অন্যদিকে শাস্ত্রীয় পণ্ডিত ও বিশেষজ্ঞরা বলছেন,গাছ হচ্ছে আচ্ছাদিত চেতনাসম্পন্ন। গাছের মধ্যে স্বল্প হলেও চেতনা রয়েছে। তারজন্য গাছ থেকে উৎপন্ন ফল-মূল আমরা প্রথমে ঠাকুরকে নিবেদন বা অর্পণ করে থাকি। পরে তা প্রসাদ রূপে গ্রহণ করি।
Read More