টিনা টার্নারের প্রয়াণ
কুইন অফ রক এন রোল গায়িকা টিনা টার্নারের প্রয়াণ। সুইজারল্যান্ডের জুরিখে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৩৯ সালের ২৬ নভেম্বর তাঁর জন্ম। টেনেসির নাটবুশে তিনি জন্মেছিলেন। টিনা টার্নারের গানের ১৮০ লক্ষের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। ১২টি গ্র্যামি পুরস্কারে সম্মানিত হয়েছেন কুইন অফ রক এন রোল।
Read More