wankhede stadium Breaking News Others Sports World 

ওয়াঙখেড়ে মহাযুদ্ধের একনজর

আজ ওয়াঙখেড়ে মহারণে ভারত-নিউজিল্যান্ড। একদিনের ক্রিকেট বিশ্বকাপে এই মাঠে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল যুদ্ধ। বাইশ গজে এই ক্রিকেট যুদ্ধ ঘিরে উন্মাদনা ক্রিকেট বিশ্বে। এই পর্যন্ত বিশ্বকাপের আসরে এই দুটি দল মুখোমুখি হয়েছে ১০ বার। ভারত জয়ী হয়েছে ৪টি ম্যাচ। নিউজিল্যান্ড জয়ী হয়েছে ৫টি ম্যাচ। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। তবে মুম্বাইয়ের ওয়াঙখেড় স্টেডিয়ামে চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ৪টি ম্যাচের ৩টিতে জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল।

Read More