করোনার আবহে টাকি গ্রামীণ সংস্কৃতি-বইমেলা হচ্ছে না
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার কারণে এ বছর বসিরহাট মহকুমার টাকিতে সংস্কৃতি ও বইমেলা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, টাকি গ্রামীণ সংস্কৃতি ও বইমেলা প্রতি বছর ১৪ ডিসেম্বর টাকি এরিয়ান ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষ এই মেলায় ভিড় জমান। তবে এবার করোনাকে মাথায় রেখেই টাকির এই মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের আরও খবর, স্কুল-কলেজ পড়ুয়া সহ শিশ- কিশোররা মেলা থেকে নতুন বই কেনার জন্য আগ্রহী হয়ে থাকে। এবার তা হবে না। সেকারণে দুঃখ রয়েছে সবার মধ্যে। টাকি পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার কারণে এ বছর সংস্কৃতি ও বইমেলা বন্ধ থাকবে শুনে টাকি সহ বসিরহাটের বিভিন্ন প্রান্তের মানুষ ব্যথিত।

