Tarapod ChakrabortyLifestyle Others 

তারাপদ চক্রবর্তীর জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তারাপদ চক্রবর্তী। ১৯০৯ সালের ১৩ এপ্রিল বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালিপাড়ায় এক সঙ্গীতশিল্পী পরিবারে তাঁর জন্ম। তিনি ছিলেন একজন কণ্ঠশিল্পী ও সঙ্গীতাচার্য।

কলকাতা বেতারে তবলা বাদকের চাকরি করতেন। বাংলা খেয়াল ও বাংলা ঠুমরী গানের প্রবর্তক তারাপদ চক্রবর্তী। ওস্তাদ এনায়েত খাঁ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ হাফিজ আলী খাঁ প্রমুখ সঙ্গীত সম্রাটের সঙ্গে তিনি তবলা সঙ্গীত করেছিলেন। অসংখ্য নতুন রাগের সৃষ্টি করেছেন সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী। তার মধ্যে অন্যতম হল- ” ছায়াহিন্দোল ”। এছাড়াও ” সুরতীর্থ নামে ” তাঁর লেখা একটি গ্রন্থও রয়েছে।

তারাপদ চক্রবর্তী সঙ্গীত জীবনে বিভিন্ন উপাধিতে ভূষিত হন। ভাটপাড়া পণ্ডিতসমাজ কতৃর্ক সঙ্গীতাচার্য, বিদ্বৎ সম্মিলনী থেকে সঙ্গীতরত্নাকর ও কুমিল্লা সংগীত পরিষদ থেকে ” সংগীতার্ণব ” উপাধি পেয়েছিলেন তিনি। ১৯৭২ সালে সঙ্গীত-নাটক অ্যাকাডেমির সদস্য হিসেবে নির্বাচিত হন এবং রাজ্য সরকারের পক্ষ আকাদেমি পুরস্কার পান লাভ করেন।

Related posts

Leave a Comment