Doyat PenEntertainment Technology 

শহরে এই প্রথম পেন প্রদর্শনী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ডট পেন ও বল পেনকে সরিয়ে নতুন প্রজন্মের জন্য আবারও কালি, কলম ও দোয়াতকে ফিরিয়ে আনতে এবার শহরে নেওয়া হচ্ছে অভিনব উদ্যোগ। ফেলে আসা সেই ঝরনা কলমের ব্যবহারে যুবসমাজকে উৎসাহিত করার জন্য শহরে আয়োজিত হতে চলেছে এবার পেন মহোৎসব। এই উৎসব হতে চলেছে ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মধ্য কলকাতার আইসিসিআর-এ। এই মহোৎসবে আসছেন দেশ-বিদেশের বহু কলম নির্মাতা ও ডিস্ট্রিবিউটার। তবে এই প্রদর্শনী থেকে কোনও রকম পেন কেনা যাবে না।

Related posts

Leave a Comment