Holy BathOthers Video 

মহালয়ের পূর্নলগ্নে বাবুঘাটে চলছে তর্পণ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সন্ধিক্ষণের পূণ‍্যতিথি। বৃহস্পতিবার ভোর থেকে শহরের বিভিন্ন ঘাটে শুরু হয়েছে তর্পণ। আগামী দিনে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায়।

এই উপলক্ষ্যে বাজা কদমতলা ঘাটে তর্পণে প্রচুর মানুষের সমাগম দেখা গিয়েছে। এদিন কলকাতা পুলিশ জানিয়েছে, গঙ্গার ঘাটে কড়া নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি সর্তকতামূলক ব‍্যবস্থা হিসাবে রাখা হয়েছে বিপর্যয় মোকাবেলা দল।

Related posts

Leave a Comment