লাদাখে চীনের নয়া কৌশল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারত-চীন সীমান্তের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লেহ-লাদাখে ভারতীয় সেনাবাহিনী নিজেদের স্থিতি আরও শক্তিশালী করে তুলেছে। চীন তার পোস্টগুলিতে লাউডস্পিকার লাগিয়ে, পাঞ্জাবি ও হিন্দি গান উচ্চস্বরে বাজিয়ে চলেছে। ভারতীয় সেনাবাহিনীর মতে, এটা চীনের মনস্তাত্ত্বিক যুদ্ধকৌশলের নামান্তর মাত্র। এইভাবে চীন ভারতীয় ফ্রন্টলাইনে অবস্থিত সেনাদের মানসিক ভাবে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, চীন ফিঙ্গার ৪-এ ফরোয়ার্ড পোস্টগুলিতে লাউডস্পিকার স্থাপন করেছে যা ২৪ ঘন্টার জন্য ভারতীয় সেনার নজরদারিতে রয়েছে।
শীতের মরশুমে পূর্ব লাদাখে চীনের সাথে উত্তেজনা বাড়ার বিষয়টি বিবেচনা করে সেনাবাহিনী চরম প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী বোফর্স হাউৎজার কামান মোতায়েনেরও প্রস্তুতি নিচ্ছে। এই কামানগুলি ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে কারগিল যুদ্ধে ব্যবহার করে আশানুরূপ ফল পাওয়া গিয়েছিল। ভারত-চীনের মধ্যে সেনাবাহিনী এবং কূটনৈতিক বৈঠক দফায় দফায় এপ্রিল-মে থেকেই চলছে, তবে চীন বারবার এই চুক্তি ভঙ্গ করে অনুপ্রবেশের চেষ্টা করে। সূত্র মতে, উত্তরাখণ্ডে চীন তিনকার-লিপু পাসের কাছে তাঁবুর মতো কাঠামো নির্মাণ করেছে। চীন জোজো গ্রাম এবং চম্পা ময়দানের সাধারণ এলাকাতেও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

