Tarundeep and Ridhi-1Others Sports 

তিরন্দাজি বিশ্বকাপে ভারতের আবার সোনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তিরন্দাজিতে আবারও সোনা ভারতের। তিরন্দাজি বিশ্বকাপে প্রাথমিক পর্বে দ্বিতীয় সোনা পেল ভারত। পুরুষদের দলগত কম্পাউন্ড বিভাগের পর সোনা এল রিকার্ভ মিক্সড টিম বিভাগে। তরুণদীপ রাই ও রিধি ফোর পিছিয়ে থেকেও শুট অফে পরাজিত করলেন ব্রিটেনকে। রাই ও রিধি ০-২ ফলাফলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় পেয়েছেন ৫-৪ ফলাফলে।

Related posts

Leave a Comment