এবার কলকাতাতেই জলাতঙ্ক নির্ণয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার থেকে আর বেঙ্গালুরুর নির্ভরতা নয়। কলকাতাতেই জলাতঙ্ক নির্ণয় করা যাবে।বেলেঘাটা আইডি হাসপাতালেই তৈরি হচ্ছে জলাতঙ্ক নির্ণয়ের অত্যাধুনিক ল্যাবরেটরি। রাজ্যে এই প্রথম এই উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের এই প্রয়াস।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বাংলাকে জলাতঙ্ক নির্ণয়ের জন্য সম্পূর্ণ নির্ভর করতে হত বেঙ্গালুরুর উপরে। প্রতিটি নমুনা পরীক্ষাই পাঠানো হত ওই শহরে। বিষয়টা অত্যন্ত সময়সাপেক্ষ। এক্ষেত্রে প্রায় ৩০ ঘন্টা অপেক্ষা করতে হত। এবারে সেই সমস্যার নিরসন হতে চলেছে। এই ধরণের ল্যাবরেটরি তৈরি হচ্ছে বেলেঘাটা আইডিতেই। তার ফলে রোগ নির্ণয়ে সময় নষ্ট হবে না। চিকিৎসাও করা সম্ভব হবে দ্রুত। কলকাতা মহানগরী ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি বাংলা সহ গোটা উত্তর-পূর্ব ভারতের মানুষ পরিষেবা পাবেন। আইডি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার কাজ শুরু হয়েছে। দিল্লি থেকে প্রশিক্ষণও নিয়ে এসেছেন চিকিৎসকরা।

