Tata Motors-1Others 

টাটা মোটরসের ক্ষতির অঙ্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে টাটা মোটরসের ক্ষতির অঙ্ক কমে দাঁড়িয়েছে। সূত্রের খবর, ৭৫৮৫ কোটি টাকা হয়েছে বলে জানা যায়। উল্লেখ করা যায়, পূর্বের বছরের একই সময়ে যা ৯৮৬৪ কোটি টাকা ছিল। অন্যদিকে লন্ডনে জাগুয়ার ল্যান্ডরোভার ভাল মুনাফা করেছে বলেও জানানো হয়েছে। সূত্রের আরও খবর, অনুৎপাদক সম্পদ খাতে সংস্থান কমার ফলে গত মার্চ মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে ১০১০.৮৭ কোটি টাকা লাভ করেছে রাষ্ট্রায়ত্ত কানাডা ব্যাঙ্ক।

Related posts

Leave a Comment