শিক্ষকদের নতুন করে বদলির আবেদন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বদলির জন্য উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করার প্রক্রিয়া চলেছে। নিয়োগপত্র পাওয়ার পরও দেখা গিয়েছে স্কুলের শূন্যপদ নেই। শূন্যপদ না থাকা ও অন্যান্য কারণে নতুন স্কুলে যোগ দিতে পারেননি অনেক শিক্ষক। এবার এই সমস্ত শিক্ষককে নতুন করে বদলির আবেদন করার কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এক্ষেত্রে জানানো হয়েছে, নতুন করে নিয়োগপত্র পাওয়ার জন্য ওই সব শিক্ষকেরা অনলাইনে আবেদন করতে পারবেন গত ৮ নভেম্বর থেকে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

