উচ্চশিক্ষা দফতরের বাড়ি ভাড়া সংক্রান্ত বিজ্ঞপ্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে বাড়ি ভাড়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রের খবর, ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনও সরকারি সাহায্যপ্রাপ্ত বা পোষিত কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর স্বামী বা স্ত্রী বেসরকারি সংস্থায় কর্মরত হলেও তাঁদের এইচআরএ বা বাড়ি ভাড়া সংশ্লিষ্ট শিক্ষকের বেতনের সিলিংয়ের সঙ্গে যুক্ত করা হবে। তবে বিষয়টি নিয়ে বিতর্ক অব্যাহত ছিল। সূত্রের আরও খবর, এক্ষেত্রে অভিযোগ ছিল, উচ্চশিক্ষা দফতর কোনও বিজ্ঞপ্তি পূর্বে দেয়নি। কলেজ শিক্ষক-শিক্ষিকা ও বেসরকারি সংস্থায় কর্মরত তাঁর স্বামী বা স্ত্রীর বাড়ি ভাড়া ভাতা মিলিয়ে ১২ হাজার টাকার উপরে হলেই সরকারি কর্মীদের জন্য জারি নির্দেশ দেখিয়ে ওই শিক্ষক বা শিক্ষিকার বেতন থেকে এইচআরএ কেটে নেওয়া হচ্ছিল।

