hot weatherBreaking News Enviornment Others 

বিশ্বের গড় উষ্ণতা কতটা বেড়েছে জানেন ?

গোটা পৃথিবী জুড়ে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের পরিসংখ্যান অনুযায়ী উল্লেখ করা হয়েছে,গত দেড়শো বছরে বিশ্বের গড় উষ্ণতা ৮.৫ ডিগ্রি বেড়ে গিয়েছে। তার সঙ্গে সংযুক্ত হয়েছে বন-বনানী ধ্বংস করা,বিপুল পরিমাণে গাছ কাটা, জলাশয়-পুকুর ভরাট করা ও নগরায়ন গড়ে তোলা প্রভৃতি।
সব মিলিয়ে আবহাওয়ার বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পৃথিবী যত উত্তপ্ত হচ্ছে ততবেশি বরফ গলতে শুরু করেছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন,বিশ্বের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে মিলানকোভিচ চক্র। সেই নিয়ম মেনেই গরমের পরই পৃথিবী শীতল হয়ে থাকে। তবে গত দেড়শো বছরে পৃথিবীর এই নিয়ম ভাঙতে বসেছে। তাই প্রতিবছর উত্তাপ বাড়ছে। পরিবেশ বিশেষজ্ঞরা এ বিষয়ে আরও জানিয়েছেন,একদিকে জলাশয় কমছে,বনসৃজনের কাজ কমছে,এসি মেশিনের ব্যাপক ব্যবহার বেড়েছে। বাইরের গরম আবহাওয়ার সঙ্গে ঘরের গরম হাওয়া মিশে অস্বস্তিকর ও প্রাণঘাতী পরিবেশ তৈরি করছে। তীব্র গরমে বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছেন মানুষ।

Related posts

Leave a Comment