বিনামূল্যে টিকাকরণ কর্মসূচী আপাতত স্থগিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার কারণে এবার বন্ধ হল সব রকমের টিকাকরণ।বন্ধ করা হয়েছে কলকাতা পুরসভার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রেও।ডাক্তার, নার্স সহ স্বাস্থ্য কর্মীরা বিপর্যস্ত পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে পরিষেবায় সামিল হওয়ায় বাচ্চাদের টিকাকরণ আপাতত বন্ধ রাখা হয়েছে। উত্তর এবং দক্ষিণ শহরতলির ডাক্তার, নার্স স্বাস্থ্য কর্মীরা রয়েছেন বিভিন্ন বোরোতে। জরুরী পরিস্থিতিতে ১৪৪টি স্বাস্থ্যকেন্দ্র সচল রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে।বাচ্চাদের জন্য বিনামূল্যে যে টিকাকরণ দেওয়ার ব্যবস্থা করা হয়, তা আপাতত বন্ধ।তবে সরকারি উদ্যোগে যে সকল টিকা দেওয়া হয়্ যেমন- যক্ষা, হুপিং ,কাশি, হাম, ডিপথেরিয়া, হেপাটাইটিস, পোলিও প্রভৃতি সেই সব পরিষেবা চালু থাকবে।বর্তমানে এই বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলাই এখন আশু কর্তব্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

