প্রাথমিকের টেট ৩১ জানুয়ারি- অনলাইনে অ্যাডমিট কার্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রাথমিকের টেট ৩১ জানুয়ারি। সূত্রের খবর, প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের যোগ্যতার পরীক্ষা বা টেট নেওয়া হবে ৩১ জানুয়ারি, বেলা ১টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত। প্রাথমিক শিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ খবর জানিয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে অনলাইনে। পরীক্ষার কেন্দ্র-সহ যাবতীয় তথ্য পাওয়া যাবে ওই অ্যাডমিট কার্ডেই। তবে পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। অন্যদিকে করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক সংগঠনগুলি।

