Kolkata High CourtOthers 

ডিএনএ পরীক্ষার জন্য নির্দেশ কলকাতা হাইকোর্টের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে ডিএনএ পরীক্ষা চালুর নির্দেশ হাইকোর্টের। সূত্রের খবর, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। তার প্রভাব পড়েছে তদন্ত ও বিচার প্রক্রিয়াতেও। উল্লেখ করা যায়, এই বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়ার মধ্যে অগ্রগণ্য ডিএনএ পরীক্ষা। সূত্রের আরও খবর, কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে সেই বন্দোবস্ত নেই। কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি যাতে ডিএনএ পরীক্ষার জন্য পৃথক একটি শাখা গড়ে তোলা যায় সেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এক্ষেত্রে আরও জানা যায়, রেবেকা বেগম নামে এক মহিলার দায়ের করা একটি মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সূত্রে জানানো হয়েছে, এই পরিকাঠামো তৈরি করা প্রয়োজন। ইদানীং বিভিন্ন অপরাধের তদন্তে এই পরীক্ষা প্রয়োজন হচ্ছে। অন্যদিকে এ বিষয়ে শীতকালীন অবকাশ শেষে আদালত খোলা হলে দু-সপ্তাহের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট জমা দিতেও বলেছেন বিচারপতিরা। প্রসঙ্গত, একটি মামলায় এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চেই ডিএনএ পরীক্ষার কথা বলা হয়েছে। পুলিশ সূত্রের খবর, নিখোঁজ ব্যক্তি হোক বা শিশু পাচার বা বেওয়ারিশ দেহের শনাক্তকরণেও ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়। এমনকী উত্তরাধিকার সংক্রান্ত মামলাতেও ডিএনএ পরীক্ষার কথা বলা হয়েছে। শহরে সেই পরিকাঠামো না-থাকার ফলে নমুনা চণ্ডীগড় বা হায়দরাবাদে পাঠানো হয়। সেখান থেকে রিপোর্ট আসতেও দেরি হয় বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment