Rani RashmoniOthers 

চিরস্মরণীয় রানী রাসমণি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রানী রাসমণি (২৮ সেপ্টেম্বর ১৭৯৩ – ১৯ ফেব্রুয়ারি ১৮৬১) দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রতিষ্ঠাত্রী এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে মন্দিরের পুরোহিত নিযুক্ত করার পরে তাঁর সান্নিধ্যে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তাঁর অন্যান্য নির্মাণকাজের মধ্যে রয়েছে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত তীর্থযাত্রীদের জন্য বাবুঘাট (বাবু রাজচন্দ্র দাস ঘাট নামেও পরিচিত), অহিরীটোলা ঘাট এবং নিমতলা ঘাট প্রতিদিনের স্নানের জন্য গঙ্গার পাশ দিয়ে রাস্তা নির্মাণ করেছিলেন। তিনি ইম্পেরিয়াল লাইব্রেরি (বর্তমানে ভারতের জাতীয় গ্রন্থাগার), হিন্দু কলেজ (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) -এর জন্য উল্লেখযোগ্য অনুদান প্রদান করেছিলেন। ভারতে ব্রিটিশদের সাথে রানী ও তাঁর সংঘর্ষ সেই সময়ে গৃহকথার গল্প হয়ে ওঠে। গঙ্গার একাংশে নৌপরিবহন রোধ করে তিনি ব্রিটিশদের নদীতে মাছ ধরার উপর আরোপিত কর বাতিল করতে বাধ্য করেছিলেন।

Related posts

Leave a Comment