নয়া ভ্রমণ পরিষেবার পরিকল্পনা করছে এয়ার ইন্ডিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার বিমানে চড়েই উপভোগ করতে পারবেন দেশের দর্শনীয় স্থানগুলি। ‘জয় রাইড’ চালু করতে চলেছে এই উদ্যোগ। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া ভ্রমণপিপাসুদের জন্য থাকছে সুখবর। এবার ‘ফ্লাইটস টু নো-হোয়্যার’ পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। এক্ষেত্রে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার এই উদ্যোগ হচ্ছে এক শহর থেকে উড়ে বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পর ফের যে শহর থেকে উড়েছিল সেখানেই আবার ফিরে আসাবে বিমান৷
এই আকাশপথে ভ্রমণ একটি ‘জয় রাইড’ ৷ করোনা আবহে যাঁরা গৃহবন্দী ছিলেন তাঁরা এবার আকাশ পথে বিভিন্ন রাজ্যে ভ্রমণের জন্য পাড়ি দিতে পারবেন। এছাড়া উপভোগ করতে পারবেন ভিন রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যও। অস্ট্রেলিয়ার মত এই নয়া ভ্রমণ পরিষেবার পরিকল্পনা করেছে এয়ার ইন্ডিয়া।

