বিশ্বকাপে সোনার বুটের দৌড়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ ফুটবলে শুরু হবে শেষ আটের লড়াই। এই মুহূর্তে ফুটবল যুদ্ধে সোনার বুটের দৌড়ে যে সব দেশের ফুটবলাররা রয়েছেন তার মধ্যে গোল তালিকায় শীর্ষে –
কিলিয়ান এমবাপে:ফ্রান্স। গোল সংখ্যা ৫।
লিওনেল মেসি: আর্জেন্টিনা। গোল সংখ্যা-৩।
বুকাও সাকা : ইংল্যান্ড। গোল সংখ্যা-৩।
অলিভিয়ের জিহু: ফ্রান্স। গোল সংখ্যা ৩।
মার্কাস রাশফোর্ড : ইংল্যান্ড। গোল সংখ্যা ৩।
আলভারো মোরাতা : স্পেন। গোল সংখ্যা ৩।
কোডি গ্যাকপো: নেদারল্যান্ড। গোল সংখ্যা ৩।
রিচার্ডলিসন : ব্রাজিল। গোল সংখ্যা ৩।

