INDIAN NAVYOthers 

২১০ কমিশন্ড অফিসার নিচ্ছে ভারতীয় নৌসেনায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক্সটেনডেড ন্যাভাল ওরিয়েন্টেশন কোর্স, ন্যাভাল ওরিয়েন্টেশন কোর্স (রেগুলার) এবং স্পেশ্যাল (এনওসি) কোর্স করিয়ে শর্ট সার্ভিস কমিশনে (এসএসসি) ২১০ অবিবাহিত তরুণ-তরুণীকে নিচ্ছে ভারতীয় নৌসেনায়। কোর্স শুরু হবে ২০২১ সালের জুন মাস থেকে। নেওয়া হবে এক্সিকিউটিভ, টেকনিক্যাল এবং এডুকেশন শাখায়, বিভিন্ন ক্যাডারে।

এক্সিকিউটিভ শাখায় মোট শূন্যপদ ১২২টি। টেকনিক্যাল শাখায় মোট শূন্যপদ ৭০টি। এডুকেশন শাখায় মোট শূন্যপদ ১৮টি।

শিক্ষাগত যোগ্যতা– এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। এসএসসি এডুকেশন ব্রাঞ্চের ক্ষেত্রে প্রার্থীদের বি এসসি স্তরে ফিজিক্স বা ম্যাথমেটিক্স -সহ এম এসসি/ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই বা বি টেক/ ইংরেজি ও ইতিহাসের এমএ পাশ হতে হবে।

সব ক্যাডারের ক্ষেত্রেই প্রার্থীদের জন্ম হতে হবে ২-৬-১৯৯৬ থেকে ১-১-২০০২ -এর মধ্যে। এসএসসি পাইলট ক্যাডারের তরুণ-তরুণীদের বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারী হতে হবে। যাঁদের সেকেন্ড মেট, মেট বা মাস্টার হিসেবে Government of India, Ministry of Shipping & Transport Certificate of Competency (Foreign going) আছে এবং ওপরে বলা তারিখের মধ্যে জন্ম তাঁরা এক্সিকিউটিভ ব্রাঞ্চ এন্ট্রি (জেনারেল সার্ভিস) এবং টেকনিক্যাল ব্রাঞ্চ এন্ট্রি (এসএসসি ইঞ্জিনিয়ারিং) -তে আবেদন করতে পারবেন। এসএসসি অফিসার পদের মাইনে ৫৬,১০০ – ১,১০,৭০০ টাকা।

মেডিক্যাল স্ট্যান্ডার্ড/ উচ্চতা ও ওজনে ছাড়/ টাটু/ মাইনে ও ভাতা/ গ্রুপ ইনশিওরেন্স অ্যান্ড গ্রাটুইটি/ ছুটি/ কমিশনের মেয়াদ/ কাজের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে।

রেজিস্টার এবং দরখাস্ত পূরণ করবেন অনলাইনে ওপরে বলা ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিবাছাই, দরখাস্তের পদ্ধতি-সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment