indian navyOthers 

ইন্ডিয়ান নেভিতে নাবিক নিচ্ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আন্তর্জাতিক/ সিনিয়র বা জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ/ সিনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ/ অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য স্বীকৃতিপ্রাপ্ত মেধাবি খেলোয়াড়দের থেকে ট্রেনিং দিয়ে নাবিক পদে কিছু অবিবাহিত পুরুষদের নিচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে। ট্রেনিং হবে স্পোর্টস কোটা এন্ট্রি- ০১/২০২১ ব্যাচে। নিয়োগ হবে অ্যাথেলটিক, অ্যাকুয়াস্টিক্স, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, কবাডি, ভলিবল, ওয়েট লিফটিং, রেস্টলিং, স্কোয়াশ, ফেন্সিং, গল্ফ, টেনিস, কায়াকিং অ্যান্ড ক্যানোয়িং, রোয়িং, শুটিং, সাইলিং অ্যান্ড উইন্ড সারফিং ক্রীড়াক্ষেত্র থেকে।

ডাইরেক্ট এন্ট্রি পেটি অফিসার: যে কোনও শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে টিম গেমসে– আন্তর্জাতিক/ জাতীয়/ রাজ্য স্তরীয় জুনিয়র বা সিনিয়র স্তরে/ ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশগ্রহণ করে থাকতে হবে। অথবা ইন্ডিভিজুয়াল ইভেন্টে– ন্যাশনাল (সিনিয়র) গেমসে অন্তত ষষ্ঠ বা ন্যাশনাল (জুনিয়র) গেমসে অন্তত তৃতীয় বা ইন্টার ইউনিভার্সিটি মিটে অন্তত তৃতীয় স্থান পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে ১৭ থেকে ২২ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১-২-১৯৯৯ থেকে ৩১-১-২০০৪ তারিখের মধ্যে।

সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস: যে কোনও শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে আন্তর্জাতিক/ জাতীয়/ রাজ্য স্তরের খেলাধূলায় বা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে বিস্ববিদ্যালয়ের হয়ে অংশগ্রহণ করে থাকতে হবে। বয়স হতে হবে ১৭ থেকে ২২ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১-২-১৯৯৯ থেকে ৩১-১-২০০৪ তারিখের মধ্যে।

ম্যাট্রিক রিক্রুটস: মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে আন্তর্জাতিক/ জাতীয়/ রাজ্য স্তরের টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকতে হবে। বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১-৪-২০০০ থেকে ৩১-৩-২০০৪ তারিখের মধ্যে। এই ক্যাটেগরিতে নিয়োগ হবে লজিস্টিক্স (শেফ), লজিস্টিক্স (স্টুয়ার্ট) ও হাইজিনিস্ট পদে।

শুরুতে আইএনএস চিলাকায় ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ১৪,৬০০ টাকা। এরপর বিভিন্ন ন্যাভাল এস্টাব্লিশমেন্টে হবে প্রফেশনাল ট্রেনিং। সফল ট্রেনিং শেষে নিয়োগ হলে মূল মাইনে ২১,৭০০ – ৪৩,১০০ টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিস পে ৫,২০০ টাকা। সর্বাধিক মাস্টার চিফ পেটি অফিসার রাঙ্ক অবধি পদোন্নতির সুযোগ রয়েছে।

শারীরিক মাপজোক হতে হবে উচ্চতায় অন্তত ১৫৭ সেমি, বুকের ছাতির মাপ এবং ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বুকের ছাতি ৫ সেমি সম্প্রসারণের ক্ষমতা থাকা চাই। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক চাউনি কিংবা কোনও শারীরিক ত্রুটি থাকলে আবেদন করবেন না। দৃষ্টিশক্তি হতে হবে সিনিয়র সেকেন্ডারি রিক্রুটসের ক্ষেত্রে চশমা ছাড়া ভাল চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/৯ এবং চশমা সহ উভয় চোখে ৬/৬ হওয়া চাই। ম্যাট্রিক রিক্রুটসের ক্ষেত্রে চশমা ছাড়া ভাল চোখে উভয় চোখে ৬/৩৬ এবং চশমা সহ উভয় চোখে ৬/৯ হতে হবে।

দরখাস্তের ভিত্তিতে বাছাই প্রার্থীদের ট্রায়ালের জন্য ডাকা হবে। ট্রায়ালে সফল হলে হবে ডাক্তারি পরীক্ষা ও নথিপত্র যাচাই।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সাঁটবেন ও নির্ধারিত জায়গায় সই করবেন। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের প্রত্যয়িত জেরক্স সহ ১ কপি অতিরিক্ত ছবি। এগুলি একটি খামে ভরে তার ওপর এন্ট্রি টাইপ, স্পোর্টস ডিসিপ্লন, যে স্থান অধিকার করেছেন সেটি উল্লেখ করে দেবেন।

এবার দরখাস্ত সাধারণ ডাকে এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ৭ (উত্তর-পূর্বাঞ্চল, আন্দামান সহ দূরবর্তী প্রার্থীদের ক্ষেত্রে ১৪) মার্চের মধ্যে। এই ঠিকানায়: THE SECRETARY, INDIAN NAVY SPORTS CONTROL BOARD, 7th Floor, Chankya Bhavan, INTEGRATED HEADQUARTERS, MoD (NAVY), NEW DELHI-110 021. কোনও তথ্যের জন্য ফোন করতে পারেন এই নম্বরে: 011 – 26887485. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটেও।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment