লকডাউন সফল করার বার্তা বসিরহাটে ব্যবসায়ী সমিতির
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। এবার আর প্রশাসন নয়, লকডাউন সফল করার জন্য পথে নেমে প্রচার শুরু করল বসিরহাটের ব্যবসায়ী সমিতি। সূত্রের আরও খবর, করোনা সংক্রমণ রুখতে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে ১ সপ্তাহের জন্য লকডাউন করার প্রচার শুরু করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। জানা গিয়েছে, বন্ধ থাকবে বাজার ও দোকানপাট। খোলা থাকবে শুধু ওষুধের দোকান। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই সময় রাস্তায় যানবাহন চালাতে দেওয়া হবে না।করোনা পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জমায়েত না করার আহ্বান জানানো হয়েছে।

