Mumbai DharaviOthers World 

‘ধারাভি মডেল’ অনুসরণ করতে উদ্যোগী ফিলিপিন্স

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মুম্বইয়ের ধারাভি মডেলকে আদর্শ করে এগনোর সিদ্ধান্ত ফিলিপিন্সের। সূত্রের খবর, এবার করোনা সংক্রমণকে রুখতে মুম্বইয়ের ধারাভি মডেলকে অনুসরণ করে এগোতে চাইছে ফিলিপিন্স সরকার। উল্লেখ্য, এশিয়ার সবথেকে বড় এই বস্তিতে সামাজিক দূরত্ব মানা কার্যত অসম্ভব ছিল। পরিসংখ্যান অনুযায়ী, ধারাভির প্রতি ৯ বর্গমিটার এলাকায় ৮ থেকে ১০ জন মানুষ বসবাস করেন। কাজেই ঘনবসতিপূর্ণ এই এলাকায় কীভাবে করোনাকে নিয়ন্ত্রণ করা গেল, সেই প্রক্রিয়াকে অনুসরণ করে এবার করোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়তে চায় ফিলিপিন্স। যা নিয়ে খুশি বিএমসি কমিশনার ইকবাল সিং চাহাল।

তিনি জানান, ধারাভি মডেলের বিষয়ে ফিলিপিন্স সরকারকে জানানো হয়েছে। এটাই আমাদের পরিশ্রমের পুরস্কার। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, করোনা রুখতে সরকার অন্যান্য দেশের মডেলকে অনুকরণ করছে। তবে অন্য দেশ মুম্বইয়ের লড়াইকে অনুসরণ করছে। তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মুম্বইয়ের ২৪টি ওয়ার্ডে মাত্র ৮৬ দিনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছিল। অথচ ধারাভি বস্তিতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় লেগেছে ২৫২ দিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, শৌচালয় পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে বস্তিবাসীদের সচেতন করেছেন জনপ্রতিনিধিরা। সেজন্যই করোনা রুখতে ধারাভিকে মডেল হিসেবে চিহ্নিত করে এগোতে চাইছে অন্য দেশ।

Related posts

Leave a Comment