Kolkata High CourtEducation Others 

স্কুলের ফি বৃদ্ধি মামলায় দুই সদস্যের কমিটি গড়ল হাইকোর্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকলেও কর্তৃপক্ষ বিভিন্ন খাতে ফি বৃদ্ধি করায় হাইকোর্টে মামলা করেছিলেন ক্ষুব্ধ অভিভাবকরা। সেই সূত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্য দুই সদস্যের কমিটি গড়ে দিলেন। সূত্রের খবর, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন বিশ্বাস ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারপার্সন অধ্যাপক গোপা দত্ত কমিটিতে থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন। পাশাপাশি, এই কমিটির কাছে আগস্ট মাসের মধ্যে ১২২টি বেসরকারি বিদ্যালয়কে জানুয়ারি থেকে জুলাই মাসের বিদ্যালয় পরিচালনা সংক্রান্ত যাবতীয় আয়-ব্যয়ের হিসেব পেশ করতে বলা হয়েছে। অন্যদিকে মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বরে।

এক্ষেত্রে অন্যতম আইনজীবী অনুজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, কমিটির জন্য তৈরি ওয়েবসাইটে বিদ্যালয়গুলিকে তাদের যাবতীয় তথ্য, হলফনামা ইত্যাদি পেশ করতে হবে। তিনি আরও জানান, যে ফি বিদ্যালয়গুলি ধার্য করেছে, কমিটি তার আইনি যৌক্তিকতা খতিয়ে দেখবে। এজন্য কমিটিকে প্রয়োজনীয় লোক নিয়োগ করার ক্ষমতাও দিয়েছে আদালত। দরকারে কমিটি সরকারি আধিকারিকদের সঙ্গেও আলোচনা করতে পারবে বলেও জানান তিনি।

Related posts

Leave a Comment