exit poll and electionOthers Politics 

একজিট পোলের ফল-চূড়ান্ত ফলাফল ২ মে- অধীর আগ্রহে জনতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সমাপ্ত হল ৫ রাজ্যের ম্যারাথন নির্বাচন। ফল প্রকাশ হতে আরও ৪৮ ঘণ্টা বাকি । ভোট শেষ হতেই বুথফেরত সমীক্ষার ফল নিয়ে বিশ্লেষণ। কমিশনের নিয়ম মেনে একজিট পোলের ফল প্রকাশ হবে। বাংলায় সরকার গড়বে তৃণমূলই। সি ভোটার -এর সমীক্ষার ফল জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে,তৃণমূল- ১৫২-১৬৪ আসন,বিজেপি -১০৯-১২১আসন,সংযুক্ত মোর্চা-১৪-২৫ আসন ও অন্যান্য- ০।

এবারের নির্বাচনে তৃণমূল বনাম বিজেপি লড়াই হলেও নজর থাকছে বাম-কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটের দিকেও। একুশে বিধানসভা নির্বাচনে সারা দেশের নজর ছিল বাংলায়। করোনা আবহে ৮ দফায় নির্বাচন হয় এই রাজ্যে। অসমে ছিল ৩ দফায় নির্বাচন। তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে এক দফায় ভোট প্রক্রিয়া শেষ হয়েছে। এই ৫টি রাজ্যে ভোটের ফল প্রকাশিত হবে ২ মে।

এবার বঙ্গের ভোট যুদ্ধে মোদি, মমতা, মেদিনীপুর, মতুয়া ভোট সহ কয়েকটি বিষয় জোর চর্চায় ছিল। বিধানসভার দৌড়ে এগিয়ে কে, কী বলছে বুথ ফেরত সমীক্ষায়, তারই অনেকটা আভাস মিলবে একজিট পোলের ফলাফলে। তবে এটা চূড়ান্ত ফলাফল নয়। ২ মে ফলাফল জানা যাবে। ভোটগণনা ঘিরে রাজ্য -রাজনীতি উত্তাল বলা চলে। জয়-পরাজয় জানতে আর কয়েক ঘন্টার অপেক্ষা। ফল জানতে আম-জনতা অধীর আগ্রহে তাকিয়ে ।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment