3rd phase and electionOthers Politics 

তৃতীয় দফার ৩১ আসনের ভোটযুদ্ধে লোকসভার নিরিখে ফলাফল দেখে নিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় দফার ৩১ আসনে ভোটযুদ্ধ। ২০১৯সালের লোকসভার ফলাফলের নিরিখে দলের অবস্থান কোনদিকে জেনে নিন। ২০১৬সালের বিধানসভা নির্বাচনে এই ৩১টির মধ্যে ৩০টি আসনেই জয়ী হয় তৃণমূল। এরপর বদলেছে ভোট-সমীকরণ।
বাংলায় ৮ দফার নির্বাচনের তৃতীয় দফার ভোট কাল। মোট ৩১টি কেন্দ্রে হবে ভোট । হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় এই ভোট গ্রহণ পর্ব চলবে।
দক্ষিণ ২৪ পরিগনা জেলায় ১৬টি আসনে ভোট নেওয়া হবে। কেন্দ্রগুলি হল- বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া ও বিষ্ণুপুর।

আবার হুগলি জেলায় ৮টি আসনে ভোট হবে। কেন্দ্রগুলি হল- খানাকুল, জাঙ্গিপাড়া, গোঘাট, হরিপাল, আরামবাগ, ধনেখালি, পুরশুড়া ও তারকেশ্বর।

এছাড়া হাওড়া জেলার ৭টি আসন হল- উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর ও আমতা।

২০১৬ সাল থেকে ২০১৯সাল পর্যন্ত এই ৩ বছরে রাজনৈতিক সমীকরণ অনেক বদলেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সাফল্যের পর বিজেপি তৃণমূলের প্রতিপক্ষ হিসেবে উঠে আসে। ২০১৯সালের নির্বাচনে এই ৩১টি আসনে কী চিত্র একঝলক তুলে ধরা হল।

লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী জয়নগর কেন্দ্রের অন্তর্গত বাসন্তী, কুলতলি, জয়নগর,মগরাহাট পূর্ব, ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্ব বিধানসভা আসনে এগিয়ে তৃণমূল। বাসন্তী – তৃণমূল পেয়েছিল ১ লক্ষ ১৩ হাজার ৩৮৪টি ভোট। আর বিজেপি পেয়েছিল ৭২ হাজার ২৩৬টি ভোট। বামপ্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ১২,৫৩৯। আবার কুলতলিতে তৃণমূল মোট ভোট পায় ৮৭ হাজার ১০৬টি। বিজেপি ভোট পেয়েছে ৭৮ হাজার ৬৯৫টি। বাম প্রার্থীর পক্ষে ভোট ছিল ১০,১২৫টি ।

জয়নগর- তৃণমূল পায় ৮৯ হাজার ৬৭২টি ভোট। বিজেপি পায় ৭৩ হাজার ৯৫টি ভোট। ক্যানিং পূর্ব- তৃণমূল পায় ১ লক্ষ ৬৬ হাজার ৮৯৭টি ভোট। বিজেপি সেবার পেয়েছিল ২৩ হাজার ৭২৪টি ভোট। ক্যানিং পশ্চিম- তৃণমূল পায় ১ লক্ষ ২ হাজার ৪০২টি ভোট। আর বিজেপি পায় ৭৭ হাজার ৫৬টি ভোট।

মগরাহাট পূর্ব- তৃণমূল ওই নির্বাচনে পেয়েছিল ৯৯ হাজার ৯৫১টি ভোট । বিজেপি পায় ৬২ হাজার ৩০৭টি ভোট। মগরাহাট পশ্চিম- তৃণমূল পায় ৯৯ হাজার ৫১১টি ভোট। বিজেপি পায় ৪৮ হাজার ৪২০টি ভোট। ডায়মন্ডহারবার- তৃণমূল পায় ১ লক্ষ ৯ হাজার ১৩৪টি ভোট। বিজেপির মোট ভোট ৭৩ হাজার ৬৭৩টি ।

ফলতা- এই কেন্দ্রে তৃণমূল পেয়েছিল ১ লক্ষ ১৪ হাজার ৬৮৯টি ভোট। বিজেপি পায় ৭০ হাজার ৯১২টি ভোট। সাতগাছিয়া- তৃণমূল পায় ১ লক্ষ ১৪ হাজার ৬৮৯টি ভোট। এখানে বিজেপি পায় ৮৬ হাজার ৭৬১টি ভোট। বিষ্ণুপুর-এখানে তৃণমূল পায় ১ লক্ষ ১৭ হাজার ৬১৭টি ভোট। বিজেপি ওই নির্বাচনে পেয়েছিল ৭৩ হাজার ৫২৯টি ভোট।

কুলপি- তৃণমূল পায় ৯০ হাজার ৫১২টি ভোট। বিজেপি এই কেন্দ্রে ৬৪ হাজার ৮২৪টি ভোট পেয়েছে। রায়দিঘী- তৃণমূল পায় ১ লক্ষ ৪ হাজার ২৬১টি ভোট। বিজেপি এই কেন্দ্রে ৯১ হাজার ৩৪২টি ভোট পায় । মন্দিরবাজার- তৃণমূল এই কেন্দ্রে ৯৩ হাজার ৮১৯টি ভোট পেয়েছে । বিজেপি পায় ৭২ হাজার ৫৯৫টি ভোট। বারুইপুর পূর্ব- তৃণমূল এখানে ভোট পেয়েছিল ৯৯ হাজার ৭১৯টি । বিজেপি পায় ৭২ হাজার ২১৪টি ভোট। বারুইপুর পশ্চিম- এখানে তৃণমূল পেয়েছিল ৯৪ হাজার ৩৫৯টি ভোট। বিজেপি পায় ৫৯ হাজার ৩২৭টি ভোট।

হাওড়া জেলায় দেখা গিয়েছে,উলুবেড়িয়া উত্তর- ৮২ হাজার ৮৭১ ভোট পায় তৃণমূল। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৬৮ হাজার ৮৮৮ ভোট। উলুবেড়িয়া দক্ষিণ- এখানে ৯৬ হাজার ৪৪৫টি ভোট পায় তৃণমূল। বিজেপির ভোট ৭১ হাজার ৪৯৮টি । শ্যামপুর- তৃণমূল এখানে ১ লক্ষ ৭ হাজার ৮৬৭টি ভোট পায় । বিজেপি পেয়েছে ৭৬ হাজার ৫৭৩টি ভোট । বাগনান-এই কেন্দ্রে তৃণমূল ১ লক্ষ ৯ হাজার ৭০টি ভোট পেয়েছে। বিজেপির প্রাপ্ত ভোট ৬০ হাজার ৭৭৬টি । আমতা-এই কেন্দ্রে তৃণমূল ১ লক্ষ ৪ হাজার ২৫৯টি ভোট পেয়েছে। এখানে বিজেপির প্রাপ্ত ভোট ৬৬ হাজার ৭৮৫টি । উদয়নারায়ণপুর-এখানে তৃণমূল ১ লক্ষ ৭ হাজার ৯২৬টি ভোট পায় । এই কেন্দ্রে বিজেপি ৬৮ হাজার ১০৫টি ভোট পেয়েছে। জগৎবল্লভপুর- এখানে তৃণমূল ১ লক্ষ ৫৭১টি ভোট পেয়েছে। বিজেপির প্রাপ্ত ভোট ৮৮ হাজার ৬৪১টি ।

হুগলি জেলার পরিসংখ্যানে দেখা গিয়েছে , জাঙ্গিপাড়া-এই কেন্দ্রে তৃণমূল ৯৩ হাজার ৯৫৮টি ভোট পেয়েছে। বিজেপির প্রাপ্ত ভোট ৮২ হাজার ২৬টি । হরিপাল- এখানে তৃণমূল ৯৫ হাজার ২৯৫টি ভোট পায়। বিজেপির ভোট ছিল ৮৫ হাজার ৭৩১টি । তারকেশ্বর-এই কেন্দ্রে তৃণমূল ৮৮ হাজার ৯৬টি ভোট পেয়েছে। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৮৩ হাজার ৭৫৩টি । পুরশুড়া-এই কেন্দ্রে বিজেপি ১ লক্ষ ৭ হাজার ৭৫৯টি ভোট পেয়েছে। তৃণমূলের প্রাপ্ত ভোট ৮১ হাজার ৯১৭টি । আরামবাগ-এই কেন্দ্রে তৃণমূল ৯৩ হাজার ৮৮৩টি ভোট পায় । বিজেপির ভোট ছিল ৮৯ হাজার ৮৭৬টি । গোঘাট-এই কেন্দ্রে বিজেপির ভোট ৯৫ হাজার ২৮৪টি । তৃণমূলপায় ৮১ হাজার ২১৭টি ভোট । খানাকুল-এখানে তৃণমূল ৯৬ হাজার ৪০৫টি ভোট পেয়েছে। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৮২ হাজার ১৮৩টি । ধনেখালি- এই কেন্দ্রে তৃণমূল ১ লক্ষ ৯ হাজার ৪৮২টি ভোট পেয়েছে। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৯৭ হাজার ৪৮০টি। সব মিলিয়ে জমজমাট লড়াই হতে চলেছে।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment