তৃতীয় দফার ভোটযুদ্ধ -কটি কেন্দ্র ও কত আসনে নির্বাচন বিশদে জানুন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের তৃতীয় দফার ভোটযুদ্ধ ঘিরে প্রস্তুতি তুঙ্গে। কোন কোন কেন্দ্র ও কত আসনে নির্বাচন হবে তা বিশদে তুলে ধরা হল। দেখে নিন একঝলক। ৬ এপ্রিল কাল রাজ্য বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব। ভোট হবে ৩টি জেলায়। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণা। তিনটি জেলার মোট ৩১টি আসনে ভোট হবে। বিধানসভা কেন্দ্রগুলির জেলাভিত্তিক তালিকা দেওয়া হল।
দক্ষিণ ২৪ পরগণা জেলা- এই জেলার মোট ১৬টি বিধানসভা আসনে ভোট হবে। যেমন- বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দীঘি,মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব,বারুইপুর পশ্চিম,ক্যানিং পশ্চিম,ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া ও বিষ্ণুপুর।
হাওড়া জেলা -এই জেলার মোট ৭টি আসনে হবে ভোটগ্রহণ। যেমন- শ্যামপুর,বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, উলুবেড়িয়া উত্তর ও উলুবেড়িয়া দক্ষিণ।
হুগলি জেলা- এই জেলার মোট ৮টি আসনে ভোট হবে। যেমন-জাঙ্গিপাড়া, হরিপাল,ধনেখালি,তারকেশ্বর, পুরশুড়া,আরামবাগ,গোঘাট ও খানাকুল।
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। থাকছে রাজ্য পুলিশও। বাংলায় এবার ৩১ শতাংশ ভোটকেন্দ্র বেড়েছে। এবার পশ্চিমবঙ্গে ১ লক্ষ ১ হাজার ৯১৬টি ভোটকেন্দ্র থাকবে। তৃতীয় দফায় ভোট গ্রহণে ভাগ্য নির্ধারণ হবে সুজাতা মণ্ডল খাঁ , স্বপন দাশগুপ্ত, কান্তি গঙ্গোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী সহ হেভিওয়েট প্রাথীদের। ২রা মে হবে ফলপ্রকাশ।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

