শীতে রুক্ষ চুল নিয়ে সমস্যা : ঝলমলে চুলের জন্য টিপস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রুক্ষ চুল নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয় এই শীতকালে। ঝলমলে চুলের জন্য কয়েকটি টিপস দেওয়া যেতে
পারে। শীতে চুল ভেঙে যাওয়ার সমস্যা বেশি থাকে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু নিয়ম মেনে চললে শীতেও চুল থাকবে ঝলমলে ও সুন্দর।
শুষ্ক চুলের সমস্যা রয়েছে বহু মানুষের। ভিন্ন আবহাওয়া ও দূষণ বাড়িয়ে তুলছে চুলের সমস্যাগুলি ৷ ব্যস্ততম জীবনে চুলের যত্ন করার সময়ও পাওয়া যায় না ৷ নিজেকে সুস্থ ও সুন্দর রাখার জন্য চুলের যত্ন করতে হবে ৷ শীত এলেই চুলের বাড়তি রুক্ষতা তৈরি হয় । রুক্ষ ও শুষ্ক চুল ভেঙে যায় তাড়াতাড়ি। এক্ষেত্রে বলা হয়েছে,.চুলের জন্য দিতে হবে সঠিক পরিমাণ জল। চুলের প্রধান খাবারই বলা যেতে পারে জল ৷ ওই খাবার বেশি বা কম হলে সমস্যা তৈরি হতে পারে ৷ বার বার চুল জল দিয়ে ধুলে চুল দ্রুত রুক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
গরম জল চুলের জন্য ভালো,এমনটা অনেকেই মনে করেন। এই ধারণা ঠিক
নয়। ঠাণ্ডা জল অথবা হালকা ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নিলে ভালো। এ বিষয়ে আরও বলা হয়েছে,শ্যাম্পু ভালো মানের হলেও চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার চুলকে দিয়ে থাকে পুষ্টি ৷ এক্ষেত্রে চুলের রুক্ষতা দূর হয়। সপ্তাহে একদিন গরম তেল ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যায়। সারারাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন। তেল ম্যাসাজের পর গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখতেও পারেন। এক্ষেত্রে আরও জানানো হয়েছে,ভেজা চুলে চিরুনি দেওয়া ঠিক হবে না। ভেজা চুল আঁচড়াবেন না। গামছা বা তোয়ালে দিয়ে আঘাত করে মোছাটাও ঠিক হবে না। এক্ষেত্রে চুলের ডগা ভেঙে যায়। যা থেকে হতে পারে হেয়ার ফলও ৷ হেয়ার প্যাকের ব্যবহার চুলের পুষ্টি আনার জন্য ব্যবহার করতে পারেন। ঘরে তৈরি হেয়ার প্যাকও করা যায় ৷ ভিটামিন- ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিতে হবে। অলিভ অয়েল, অ্যালোভেরা জেল ও ক্যাস্টর অয়েলের সঙ্গে এটি মেশানো যেতে পারে । এই মিশ্রণটি চুলে লাগাতে পারেন ঘষে ঘষে। প্রায় ১ ঘণ্টার মতো অপেক্ষা করার পর তা ধুয়ে ফেলতে পারেন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

