indian cricket and battingOthers Sports 

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ভারতীয় ক্রিকেটের লজ্জাকর ব্যাটিং

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৩৬ রানে গুটিয়ে গেল ভারতীয় ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটের লজ্জাকর দিন।
অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানে ইনিংস শেষ হয়ে গেল ভারতের ৷ ৩৬ রানে ৯ উইকেট হারিয়েছে ভারত ৷ মহম্মদ শামি ব্যাট করতে নেমে আহত হয়ে অবসৃত হন ৷ অল আউটের লজ্জা থেকে বাঁচল ভারত। টেস্ট ক্রিকেটে এটি ভারতের সর্বনিম্ন স্কোর ৷ অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারতীয় ব্যাটিং ৷ কামিন্স- হ্যাজেল উডদের পেস আক্রমণে বিধ্বস্ত হয় । সুইংয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯১ রানে অল আউট করার পর দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় ছিল ভারত।

ভারতীয় কোনও ব্যাটসম্যান দু -অঙ্কের রান পাননি ৷ সর্বোচ্চ ৯ রান করেছেন ময়াঙ্ক আগরওয়াল ৷ অস্ট্রেলিয়ার হয়ে জোস হ্যাজেলউড নিয়েছেন ৫ উইকেট। প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট ৷ প্রথম ইনিংসে ৫৩ রানে এগিয়ে ছিল বিরাট বাহিনী ৷ জয়ের জন্য ৯০ রান প্রয়োজন রয়েছে অস্ট্রেলিয়ার ৷ প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়াই একটা সময়ে কোণঠাসা হয়ে পড়ে ৷ ভারতীয় টিমের এমন ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ- বিদ্রুপ ছড়িয়ে পড়ে।

Related posts

Leave a Comment