পরীক্ষার প্রস্তুতিতে বিশেষজ্ঞদের বেশ কিছু পরামর্শ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দোরগোড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা। পরীক্ষার নির্ধারিত সময়সূচিও ঘোষণা হয়েছে পূর্বেই। পরীক্ষায় ভালো নম্বর তুলতে পড়ুয়াদের হাতে সময় খুব স্বল্প। করোনা আবহ কাটিয়ে আবারও স্কুল-কলেজ খুলে গিয়েছে। ক্রমশই স্বাভাবিক হচ্ছে পঠন-পাঠন। বোর্ডের পরীক্ষায় প্রস্তুতির জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ মহল। তা তুলে ধরা হল।
একেবারে নিয়ম করে পাঠ্য বইয়ের পুরনো অধ্যায়গুলি ভালো করে পড়ে নিতে হবে। এক্ষেত্রে নোটের পাশাপাশি পাঠ্য বইয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। পুরনো অধ্যায়গুলির বিষয় খুঁটিয়ে পড়তে হবে। পাঠ্য বইয়ের কোনও অধ্যায়ের বিষয় বুঝতে অসুবিধা হলে শিক্ষকদের কাছ থেকে জেনে নিতে হবে। পড়ার সময় ছাত্র-ছাত্রীদের ঘড়ির সময় ধরে পড়াশোনা করতে হবে।
পাশাপাশি শরীরের যত্নও নিতে হবে। বাড়িতে বসেই পড়ার ফাঁকে প্রতিদিন সাধারণ ব্যায়াম করাও দরকার। এতে শরীর মন ভালো থাকবে। এছাড়াও প্রতিদিন নিয়ম করে ঘুমানো দরকার। ভালো ঘুম হলে পড়াশোনায় মনোযোগ বাড়বে। বড় প্রশ্নগুলির উত্তর খুঁটিয়ে পড়া দরকার। এক্ষেত্রে তা থেকে ছোট করে পয়েন্ট করে নিতে হবে। পড়াশোনা করার জন্য উপযুক্ত পরিবেশ ও স্থান ঠিক করে নিতে হবে।
বেশিক্ষণ এক জায়গায় বসে না পড়ে স্থান পাল্টে পড়লে মন সংযোগ বাড়ে। দীর্ঘক্ষণ না পড়ে, পড়ার ফাঁকে মাঝে মধ্যে বিরতি নেওয়ার প্রয়োজন রয়েছে। পরীক্ষা চলাকালীন লেখা শুরু করার আগে প্রশ্ন পত্র ভালো করে পড়ে নিতে হবে। কোন প্রশ্নের উত্তর কতটা লিখতে হবে তা মনে মনে ঠিক করে নিতে হবে। আবার পরীক্ষার প্রশ্নের নমুনা ধরে অনুশীলন করলে ভালো ফলাফল হবে।

