তৃণমূলের জনসংযোগ কর্মসূচি শুরু ৫ মে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস গঠন করল নয়া মহিলা সাংগঠনিক কমিটি। পঞ্চায়েতের পূর্বেই তৃণমূল মহিলা সংগঠন শক্তিশালী করছে। গঠন করা হয়েছে ৪৪ জনের নতুন কমিটি। জেলা কমিটির ক্ষেত্রেও বদল আনা হয়েছে। তৃণমূলের দলীয় সূত্রের খবর,আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, পঞ্চায়েতের মহিলা আসন সংরক্ষণ সহ বেশ কিছু ইস্যু নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবে ওই কমিটি।
তৃণমূলের দলীয় সূত্রে আরও জানা গিয়েছে,পরবর্তী সপ্তাহে ডাকা হচ্ছে বিশেষ বৈঠক। ৫ মে থেকে জনসংযোগ শুরু করতে চলেছেন মহিলা কমিটির সদস্যরা। এ বিষয়ে আরও জানানো হয়েছে, বিরোধীদের সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য হাতিয়ার করা হবে লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী প্রভৃতি প্রকল্পকে ।
মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেছেন, “মহিলাদের জন্যে একাধিক প্রকল্পে মর্যাদা দেওয়ার কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত স্তরে ৫০শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। যার ফলে রাজনৈতিক সম্মান পেয়েছে মেয়েরা ৷ সামাজিক সম্মানের জন্যে ২০১৬ সালে স্বাস্থ্যসাথী প্রকল্প আনা হয়েছিল। মহিলাদের জন্যে এই সম্মান দেওয়া হয়েছিল। এরকম স্কিম কোথাও নেওয়া হয়নি। অর্থনৈতিক ভাবে মহিলারা স্বাবলম্বী করা হোক। সেই কারণেই ২০২১ সালে লক্ষ্মীর ভান্ডার চালু করা হয়।”
এ বিষয়ে তাঁর আরও মন্তব্য,”সামাজিক পরিকল্পনা গ্রহণ করতে কেন্দ্রীয় সরকার যখন ব্যর্থ। তখন রাজ্য সেটা করে দেখিয়েছে ৷ মেয়েরাও তার প্রতি আস্থা দেখিয়েছে।”

