মালদহ শহরে দক্ষ ফুটবলার গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মালদহ শহরে শুরু হল নতুন ফুটবল অ্যাকাডেমি। দক্ষ ফুটবলার গড়ে তোলাই মূল লক্ষ্য। স্থানীয় সূত্রের খবর, ৬ থেকে ১৮ বছরের ছেলে এবং মেয়েদেরকে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে। মালদহ জেলাতে খেলাধুলায় উন্নতির ক্ষেত্রে এই ব্যবস্থা। জানা গিয়েছে, ওই জেলার মালদহ ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে এই ফুটবল অ্যাকাডেমি। সেখানকার বৃন্দাবনী ময়দানে ৬ – ১৮ বছর বয়সি ছেলে মেয়েদের আধুনিক প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছে।
এক্ষেত্রে আরও জানা যায়, প্রতিসপ্তাহে কলকাতা থেকে বিশেষজ্ঞ কোচেরাও আসবেন এখানে খেলা শেখাতে। স্থানীয় সূত্রের আরও খবর, করোনা আবহে প্রায় ৬ মাস ধরে বন্ধ ছিল খেলাধুলা। ওই সময়ে পরিচর্যার ফলে নতুন রূপ পেল মালদহের বৃন্দাবনী ময়দান। নতুন ঘাস রোপন, মাঠ রোলিং সহ উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে মাঠের। বৃন্দাবনী ময়দানে সকাল ও বিকাল দুবেলা প্রশিক্ষণ চলবে বলে জানা গিয়েছে। সপ্তাহে ২ দিন করে এখানে কলকাতার প্রশিক্ষকেরাও আসবেন খেলা শেখাতে।

