tmc and candidate2Others Politics 

মাটিগাড়া-নকশালবাড়ি আসনের প্রার্থী বদল তৃণমূলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একটি কেন্দ্রে প্রার্থী বদল তৃণমূলের। ওই আসনে প্রথমে তৃণমূলপ্রার্থী হিসেবে ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়ের নাম ঘোষণা করা হয়। এরপর নতুন প্রার্থী হিসেবে রাজেন সুনদাসের নাম ঘোষণা করা হল। এবার দার্জিলিংয়ের মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা আসনের প্রার্থী বদল করা হয়েছে। এক প্রেস বিবৃতিতে এমনটাই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব । উল্লেখ্য,বদলের মধ্যে দুটি আসন ছিল উত্তর ২৪ পরগনায়। অন্যদিকে নদিয়া ও বীরভূমের একটি করে আসনে নতুন প্রার্থী দেয় তৃণমূল। নদিয়ার কল্যাণী ও উত্তর ২৪ পরগনার অশোকনগর ও আমডাঙা এবং বীরভূমের দুবরাজপুর ।

তৃণমূল একসঙ্গে ২৯১টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে । কয়েকটি জায়গায় প্রার্থী নিয়ে ক্ষোভ তৈরি হয় দলের কর্মী-সমর্থকদের মধ্যে। দলীয় সূত্রের খবর, বিশেষপরিস্থিতিতে মোট ৪ কেন্দ্রে নতুন প্রার্থী দেওয়া হয়েছে।
নদিয়ার কল্যাণী থেকে নতুন প্রার্থী হন অনিরুদ্ধ বিশ্বাস। প্রথমে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল রমেন্দ্রনাথ বিশ্বাসকে। আবার উত্তর ২৪ পরগনার অশোকনগর কেন্দ্রে ধীমান রায়ের জায়গায় নতুন প্রার্থী করা হয় নারায়ণ গোস্বামীকে। আমডাঙায় মোর্তাজা হোসেনের পরিবর্তে ঘোষণা করা হয় রফিকুর রহমানের নাম। অসীমা ধীবরের জায়গায় দুবরাজপুরে নতুন প্রার্থী করা হয় দেবব্রত সাহাকে।

Related posts

Leave a Comment