গণনার দিনে কী করণীয় -বৈঠকে টিপস দিলেন তৃণমূল সুপ্রিমো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ক্ষমতায় আসছি আমরাই,শেষ মুহূর্তে প্রার্থীদের টিপস দিলেন তৃণমূল নেত্রী। তৃণমূল সূত্রের খবর,৪৫ মিনিটের এই বৈঠকে গণনার দিনে ঠিক কী করণীয়, তা প্রার্থী এবং এজেন্টদের বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।
উল্লেখ করা যায়, ৮টির মধ্যে ৬টি এক্সিট পোলই তৃণমূলের পক্ষে মতামত প্রকাশ করেছে। দলের এই বৈঠকে আত্মবিশ্বাসী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলীয় নেতাদের ভোকাল টনিক দিলেন, “সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আমরাই ফিরছি।”
দলীয় সূত্রের খবর,শেষ মুহূর্তে দলীয় নেতৃত্ব ও প্রাথীদের কী সাজেশান দিলেন তা মোটামুটি জানা গিয়েছে। পোস্টাল ব্যালট নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পোস্টাল ব্যালট গণনায় ভালো করে নজরদারি করার পরামর্শও ছিল। কাউন্টিং নিয়ে সতর্ক থাকার বিষয়টিও উল্লেখ করেছেন। ভোরবেলা গণনা কেন্দ্রে প্রবেশ করার পরামর্শ রয়েছে। গণনার শেষ পর্যন্ত থাকার বিষয়েও বলা হয়েছে।
উত্তরবঙ্গে গণনায় বিশেষ নজর দেওয়ার আহ্বান ছিল। ওখান থেকে অনেক আসন আসার কথা বলা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি সহ বেশ কিছু আসন রয়েছে, যেখানে প্রথম দিকে আমরা পিছিয়ে থাকতে পারি। দুঃখ করে বেরিয়ে আসবেন না। ওগুলো আমরা জিতব। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ফর্ম -১৭ ভালো করে দেখে তারপর গণনা শুরু করতে দেওয়ার পরামর্শ দিয়েছেন দলনেত্রী। খাতা,পেন সাথে নিয়ে যাওয়ার পরামর্শও রয়েছে। কাউন্টিং সেন্টারে কোনওভাবেই অন্যের দেওয়া খাবার ও সিগারেট না নেওয়ার কথা বলা হয়েছে। সরাসরি যোগাযোগের জন্য দুটি হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। সেখানে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। প্রলোভনে পা না দেওয়া এবং গণনা কেন্দ্র না ছেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
উল্লেখ করা যায়, ভোটের আগে তৃণমূলের অনেক নেতা শিবির বদল করেছে। পদ্মযোগের এই হিড়িক কি ভোটের পরেও বজায় থাকবে, তা সময় বলবে। এটিই এখন বড় মাথাব্যথা তৃণমূলের। ২ মে সব স্পষ্ট হবে।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

