মহিলা ক্রিকেট দলের কোচের পদে আবেদন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচের পদে আবেদন জমা পড়ল। প্রাক্তন প্রধান নির্বাচক হেমলতা কালা-সহ ৫ জন আবেদন করলেন। এ বিষয়ে আরও জানা গিয়েছে, আবেদন করেছেন মমতা মাবেন, জয়া শর্মা, সুমন শর্মা ও নুসহিন আল খাদির প্রমুখ। পাশাপাশি পুরুষদের মধ্যে ওই পদে আবেদন করেছেন ডব্লিউ ভি রামন। প্রাক্তন কোচ রমেশ পাওয়ার ও আরোথিও আবেদনপত্র পাঠিয়েছেন বলে জানা যায়।

