বিভিন্ন কোর্স নিয়ে ইউজিসি-র নির্দেশিকা প্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইউজিসি-র নির্দেশিকা। সূত্রের খবর, জাতীয় শিক্ষানীতির এক বছর পূর্তিতে উচ্চশিক্ষায় বিভিন্ন কোর্স নিয়ে ইউজিসি নির্দেশিকা প্রকাশ করেছে। উল্লেখ করা যায়, ‘অ্যাকাডেমিক ব্যাঙ্ক অব ক্রেডিট’ চালুর গেজেট বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ইউজিসি সূত্রের খবর, উচ্চশিক্ষায় যে-কোনও সময় পড়ুয়ারা যে-কোনও কোর্স শুরু করতে পারবেন। পাশাপাশি পড়াশুনা ছেড়ে দিয়েও আবার আগের কোর্স বা অন্য কোর্সে যোগ দিতে পারবেন। আগের কোর্সের ক্রেডিট এই ব্যাঙ্কে জমা থাকবে। অন্যদিকে এই ক্রেডিট ব্যাঙ্ক হওয়ার ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়ারা দেশ-বিদেশের একাধিক শিক্ষা-প্রতিষ্ঠান থেকে অনেক বিষয়ে প্রয়োজনীয় ক্রেডিট সংগ্রহ করে ডিগ্রি অর্জন করতে পারবেন। এই নীতির ফলে শিক্ষার মান লঘু হবে বলেও একাংশের অভিমত।

