২০২২ সালে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ হবে ভারতেই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতেই অনুষ্ঠিত মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। তা হবে ২০২২ সালে। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে এর আগে যা পিছিয়ে গিয়েছিল আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। সূত্রের খবর, এবার ২০২০ সালের এই প্রতিযোগিতা বাতিল হলেও ২০২২ সালে ভারতেই হবে মহিলাদের এই বিশ্বকাপ। বৈঠকের পর প্রেস বিবৃতিতে একথা জানিয়েছে ফিফা।
এক্ষেত্রে বলা হয়েছে, বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতিতে বিবেচনা করে ২০২০ সালে মহিলাদের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ বাতিল করা হচ্ছে। দুই দেশে এই দুই বিশ্বকাপ হওয়ার কথা ছিল, ২০২২ সালে সেই দুই দেশেই হবে এই দুই প্রতিযোগিতা। ফিফার এই সিদ্ধান্তে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও খুশি। এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল ফিফার এই ঘোষণার পর জানিয়েছেন, ২০২২ সালে এই প্রতিযোগিতা ভারতে হবে। ফাঁকা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা আয়োজন হলে ভারতের মহিলা ফুটবলের উৎকর্ষ বৃদ্ধির উদ্দেশ্য ব্যর্থ হত।

