Upper Primary Teacher-1Education Others 

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আদালতের নির্দেশ অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার আবেদন জানিয়েছে। ওই মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গত বছর ১১ ডিসেম্বর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বেঞ্চ রায় দান করে জানিয়েছেন, ১০ মে-র মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে, তার ঠিক ৮ সপ্তাহের মধ্যে প্যানেল মেধা তালিকা প্রকাশ করে, প্রার্থীদের ৩১ জুলাইয়ের মধ্যে যোগদান এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

উল্লেখ করা যায়, এসএসসি কমিশন ইন্টারভিউ-এর তালিকা প্রকাশ বিষয়ে অতিরিক্ত ৪ সপ্তাহ সময় চেয়ে ১০ মে আদালতে আবেদন জানিয়েছে। নির্ধারিত ওই সময় শেষ হয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে। এক্ষেত্রে বর্ধিত শূন্যপদে দ্রুত ইন্টারভিউ তালিকা প্রকাশ করে করোনা-বিধি মেনে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা-সহ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানানো হয়েছে।

Related posts

Leave a Comment