uttam kumarOthers 

মহানায়কের ৪০তম প্রয়াণ বার্ষিকীতে “শিল্পী সংসদ”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:অনলাইনে উত্তমকুমার স্মরণ। শিল্পী সংসদের উদ্যোগে এই আয়োজন। মহানায়কের ৪০তম প্রয়াণ বার্ষিকী আজ। করোনার আবহে তাঁর স্মরণ সভা হচ্ছে না। উল্লেখ করা যায়, ১৯৬৮ সালে অভিনেতা উত্তমকুমারই “শিল্পী সংসদ”গড়েছিলেন। বাংলা সিনেমা জগতের শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য এটি গড়ে উঠেছিল। প্রতিবছর ২৪ জুলাই মহানায়ককের মৃত্যুদিনে তাঁকে ঘিরে বিবিধ অনুষ্ঠান হয়। এবার সেই অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। তবে অনুষ্ঠানের পরিবর্তে বিশেষ ফেসবুক লাইভ থাকবে বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠান দেখার জন্য ই এস লাইভ ক্লাবের ফেসবুক পেজে নজর রাখতে বলা হয়েছে। সন্ধে সাড়ে ৬টায় এই অনুষ্ঠান হবে বলে জানা যায়।

Related posts

Leave a Comment