carona contextOthers 

জেলাগুলিকে করোনা সতর্কতা ভিডিও কনফারেন্সে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহ তাই উদ্বেগ বাড়ছে। জেলাগুলিকে ভিডিও কনফারেন্সে সতর্ক করল নবান্ন। বিধানসভা নির্বাচনের পূর্বে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাশাসকদের সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।
উল্লেখ করা যায়,গোটা দেশের মতো ক্রমশ অবনতি হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যের নির্বাচন আবহে কোভিড বিধি নিষেধগুলিও মানা হচ্ছে না। এক্ষেত্রে বলা হয়েছে, পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনতে পারলে ঠেকানো সম্ভব হবে না দ্বিতীয় ঢেউ। এক্ষেত্রে সাবধানী হতে চাইছে প্রশাসন। এ বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

স্বাস্থ্যবিধি সংক্রান্ত গাইডলাইনগুলি মেনে চলার পরামর্শ দিয়েছেন মুখ্য সচিব। তিনি এ বিষয়ে বলেছেন, “করোনা বাড়ছে, আপনারা সতর্ক থাকুন। কিছু জেলাতে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভোটগ্রহণ শুরু হবে তাই দ্রুত সতর্ক হওয়া প্রয়োজন”। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলি সিল করা ও প্রয়োজনে নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment