শেষ ১১ আসনের প্রার্থী ঘোষণা বিজেপির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শেষ ১১টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। দুটি কেন্দ্রের প্রার্থীবদলের ঘোষণাও রয়েছে। ১৩ জনের তালিকায় নাম নেই মিঠুন চক্রবর্তীর। চৌরঙ্গী কেন্দ্রে শিখা মিত্রকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। সোমেন জায়া নিয়েছিলেন তিনি বিজেপির হয়ে লড়তে আগ্রহী নন। ওই কেন্দ্রটিতে বিজেপি প্রার্থী করেছে দেবব্রত মাঝিকে। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শিবাজী সিংহ রায়কে।
বিজেপি টিকিট দিয়েছে শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুরকে। গাইঘাটায় প্রার্থী করা হয়েছে সুব্রতকে। উল্লেখ্য,লোকসভা উপনির্বাচনে সুব্রত পরাজিত হয়েছিলেন মমতাবালা ঠাকুরের কাছে। বাজপেয়ি জমানার অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ীকে আনা হয়েছে বালুরঘাট কেন্দ্রে। এর আগে তাঁকে আলিপুরদুয়ারের প্রার্থী ঘোষণা করা হয়। স্থানীয় কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ায় সিদ্ধান্ত বদল করল বিজেপি।

