VikrantoBreaking News Others 

দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ “বিক্রান্ত”-কে রাখার পরিকল্পনা নিয়ে জল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমেছে ভারতীয় নৌসেনার। আবার চেন্নাইয়ের কাট্টুপাল্লির একটি বেসরকারি শিপইয়ার্ডে দেশের দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ “বিক্রান্ত”-কে রাখার পরিকল্পনা শুরু করেছে নৌসেনা।প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রমাদিত্য। সেটির “হোমপোর্ট” কর্নাটকের কারওয়ার। এখন শেষ পর্যায়ের কাজ চলছে প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী যুদ্ধজাহাজের।তবে ৪০ হাজার টনের এই যুদ্ধজাহাজের “হোমপোর্ট” কেন বেসরকারি শিপইয়ার্ড হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়। নৌসেনা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে বিশাখাপত্তনমে রাখার কথা ঠিক থাকলেও সেখানে বার্থ তৈরি করতে সময় লাগবে। তাই এই সিদ্ধান্ত। প্রতিরক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির কাছে পেশ করা তথ্যে নৌসেনা অবশ্য জানিয়েছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ওই বেসরকারি শিপইয়ার্ডে ৮ বছরের জন্য একটি বার্থ লিজ নেওয়া হচ্ছে। ২৬০ মিটারের সেই বার্থের জন্য প্রতি বছর খরচ ৩০.৪৮ কোটি টাকা ধরা হয়েছে।

Related posts

Leave a Comment